নমস্কার বন্ধুগণ,
আজ অনেকদিন পরে আবার ব্লগে বসা। ওপরের শিরোণাম দেখেই বোঝা যাচ্ছে যে আজ কিসের জন্য বসা।হ্যাঁ, ঠিক ধরেছেন ,আজ ব্যাখ্যা করতে বসেছি ,ব্লগরের নাম 'মনোমত' রাখা হল কেন?
মনের মধ্যে কতই কথা যা হয়তো সবার কাছে সহজ ভাবে বলা হয়ে ওঠে না,পাছে কেউ কিছু মনে করে। এতদিনে তার একটা সুরাহা হল। মনের মত একটা জায়েগা পেলাম নিজেকে উজাগার করবার।
মঙ্গলবার, ২১ আগস্ট, ২০০৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন