শুক্রবার, ১০ আগস্ট, ২০০৭

কিছু কথা

নমস্কার বন্ধুগণ!
আশা করি সব ভাল। আজ আবার ব্লগারে বসলাম। এ কদিন পরীক্ষার খাতা দেখায় ব্যস্ত ছিলাম। ওহ !বলতেই ভুলে গেছি। আমি একজন অধ্যাপিকা। ছোট বাচ্চাদের পড়াই।ছোট বাচ্চাদের পড়াতে আমার খুব ভাল লাগে।ওদের নিষ্পাপ মনের কথা শুনতে এত ভাল লাগে যে কি বলব। একবারকার ঘটনা বলছি। আমি ক্লাস ওয়ান কে পড়াই। রিলিফ ফাণ্ডের জন্য সকলকে এক টাকা করে আনতে বলা হয়েছে। একটা বাচ্চা আমার হাতে এক টাকার একটা কয়েন রেখেছে। আমি হয়ত সেই সময় কিছু চিন্তা করছিলাম। বাচ্চাটা কিছুক্ষণ আমার দিকে তাকাল ,তারপর বলল ম্যাডাম, ওয়ান টা অন্যদিকে লেখা রয়েছে।
ওর মুখ থেকে এই সরল কথা শুনে আমার সব চিন্তা এক নিমেষে দূর হয়ে গেল।এরকম আর ও কত অবসর এসেছে যাতে মনপ্রাণ সব ভরে গেছে। আজকে তাহলে আসি। এবার পেট ভরাবার ব্যবস্থা করতে কম্প্যুটারের টেবিল ছেড়ে রান্নাঘরের দিকে প্রস্থান করতে হবে।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

অসাধারণ