রবিবার, ১২ অক্টোবর, ২০০৮

বিজয়ার নেমন্তন্ন (ক্রমশঃ)

কালকের বিজয়ার নেমন্তন্নটাই এবার শেষ করা যাক। পরস্পর শুভ সম্ভাষ্ণণের পর জল্পানের ব্যবস্থা ভালই ছিল।বড়-বড় রাজভোগ, কালো জামুন, গরম কচুরী, মাংসের ঘুগনি ও ঢোকলা (গুজরাটী খাবার)।নৈশ ভোজনে ছিল- রুই মাছের পাতুরি,সরু চালের ভাত,সোনা মুগের ডাল,বেগুনি,ধোকার ডালণা,পোলাও, খাসির মাংস, মাছের কালিয়া,আমষত্ত ও খেজ়ূড় দিয়ে টোমেটোর চাটণি ও মিষ্টি দই। তারপর চলল অণেক রাত পর্যন্ত গল্প গুজব।বাড়ী ফিরতে- ফিরতে কেবল ই মনে হচ্ছিল ,মা দুর্গার পুত্র কন্যা সহ স্বামী গৃহে ফিরে যাওয়ার সৌজন্নেই কি এই প্রীতি ভোজের আয়োজন? এই ভয়, এই আশঙ্কার অবসান কবে হবে?

শনিবার, ১১ অক্টোবর, ২০০৮

বিজয়ার নেমন্তন্ন

সবারে জানাই শুভ বিজয়ার শুভেছা ও ভালবাসা। আজকে আমরা যাছি প্রতিবেশীর বাড়ী বিজয়ার নেমন্তন্নে। আমরা বেরব ৮টার সময়। এখন বাজে ৭টা। বিজয়ার নেমন্তন্ন টা কেমন হল, এসে জানাব। এই এক ঘন্টার মধ্যে তৈরী হয়ে বেরতে হবে। এদিকে আবার ছেলের জ়্বর। ওর জন্য আবার হাল্কা কিছু রান্না করে যেতে হবে। তাই আজকের মত এখানেই শেষ করছি।